নড়াইলে পৃথক দুর্ঘটনায় দুই ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

Oct 8, 2024 - 18:38
 0  27
নড়াইলে পৃথক দুর্ঘটনায় দুই ছাত্রীর মর্মান্তিক মৃত্যু
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ০৭ অক্টোবর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে যানবাহনে ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থী পিয়ালী অধিকারী নিহত হয়েছে। সোমবার সকালে নড়াইল-যশোর সড়কের বাঁশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিয়ালী সদরের মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের বীরেন অধিকারীর মেয়ে।

বীরেন অধিকারী জানান, পিয়ালী নড়াইল শহর থেকে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে ইজিবাইকে পোশাক জড়িয়ে গুরুতর আহত হয়। নড়াইল জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিয়ালী পড়ালেখার পাশাপাশি গান গায়ত। তার মৃতুতে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

এদিকে, সাপের কামড়ে নড়াইল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এ্যানি রায়ের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ্যানির বাড়ি সদরের হিজলডাঙ্গা গ্রামে।  

এ্যানির পরিবার জানায়, রোববার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর রাত ১২টার দিকে এ্যানিকে সাপে কামড় দেয়। এরপর ঘুম ভেঙ্গে এ্যানি তার বাবা-মাকে ডাক দেয়। এ সময় বিছানার চাদর সরানোর সময় বিষধর সাপ দেখা যায়।

হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, রোগীকে হাসপাতালে আনতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online