দুই যুগেও দুই দিনের কমে প্রশাসনিক কাজ সম্পন্ন হয় না

Jul 8, 2024 - 21:41
 0  58
দুই যুগেও দুই দিনের কমে প্রশাসনিক কাজ সম্পন্ন হয় না
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

দুই যুগের পূর্ণতা পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। দুই যুগ ধরে নামের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি থাকলেও শিক্ষার্থীদের এনরোলমেন্ট, এন্ট্রিফর্ম পূরণ, সার্টিফিকেট উত্তোলনসহ যাবতীয় প্রশাসনিক কাজে লাগে নাই প্রযুক্তির ছোঁয়া। তাই তো দুই যুগ পরে এসেও এসব কাজে লেগে যায় দুই দিন বা কখন তার থেকেও বেশি।

সোমবার পবিপ্রবির ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসকে সামনে রেখে প্রশাসনিক কাজে শিক্ষার্থীদের ভোগান্তির কথা তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী মীর মোহাম্মদ নূরুন্নবী বলেন, আমরা সার্টিফিকেট, স্বাক্ষর, বা অন্যান্য কাগজপত্র তুলতে গেলে অধিকাংশ সময়েই অফিসে কাউকে পাই না। আবার, এক অফিস থেকে অন্য অফিসে দৌড়ানো লাগে, বৃহস্পতিবার গেলে রবিবার যেতে বলে। কখনো দেখা যায়, এই রকম কয়েক রবিবার চলে যায় তবুও কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সার্টিফিকেট, কাগজের দেখা মিলে না। আমি এই তিক্ত অভিজ্ঞতার শিকার একজন ভুক্তভোগী।

কৃষি অনুষদের শিক্ষার্থী শাদমান সাকিব পলক বলেন, এখন স্কুল কলেজেও শিক্ষার্থীরা পরীক্ষার ফিসহ যাবতীয় পাওনাদি মোবাইল ব্যংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে অথবা একটি নির্দিষ্ট স্থানে কিংবা ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে একই স্থানে সকল প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে। কিন্তু আমরা বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েও হাতে কাগজ নিয়ে হল থেকে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, ব্যাংক এভাবে চক্রাকারে ঘুরতে থাকি। ক্লাস, পরীক্ষা যতই ব্যস্ততা থাকুক এসব কাজে লেগে যায় অন্তত দুই দিন, কখনো তার চেয়েও বেশি। দরকার পরিবর্তন, নয়তো এই দুর্ভোগের শিকার হবে অনাগত নবীনরাও।

কৃষি  অনুষদের শিক্ষার্থী আতিক রাহাত রহমান বলেন, যখনই এনরোলমেন্ট কিংবা এন্ট্রি ফর্ম পূরণের সময় আসে নীল কাগজটা দেখলেই কষ্ট লাগে। ডিজিটাল বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও টাকা জমা থেকে শুরু করে এই সেই স্বাক্ষর সবকিছুই ম্যানুয়ালি দৌড়াদৌড়ি করে করতে হয়। বিশাল এই কর্মযজ্ঞ ভোগান্তির নামান্তর। তাই দুই যুগ পূর্তিতে এটাই প্রত্যাশা, চালু হোক অটোমেশন, রাবির মতো ক্যাশলেস কিংবা মোবাইল ব্যাংকিং ব্যবস্থা অথবা একই স্থানে এসব কাজ সম্পন্ন করার নূন্যতম সুবিধা।

পবিপ্রবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক এবিএম মাহবুব মোর্শেদ খান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়েও অটোমেশনের কাজ চলমান আছে, আমাদের কন্ট্রোলার সেকশন বিষয়টি নিয়ে কাজ করছে। আশা করি, দ্রুতই বাকি কাজ সম্পন্ন হবে এবং শিক্ষার্থীদের এই দুর্ভোগ দূর হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online