প্রবাসীদের অধিকার আদায়ে সকলকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান

Jul 25, 2025 - 07:56
Jul 25, 2025 - 08:00
 0  42
প্রবাসীদের অধিকার আদায়ে সকলকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান
ছবিঃ প্রতিনিধি/ওভি

বন, ১৯ জুলাই (আওয়ার ভয়েস) – জার্মানির বন নগরীতে আগামী ১৪ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিটি কর্পরেশন নির্বাচন। এই নির্বাচনে প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সকলকে সক্রিয়ভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। 

বন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রবাসীদের ভূমিকা ও কর্তব্য শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এই আহ্বান জানান। শনিবার বন নগরীর ডুইসডর্ফে অবস্থিত ইন্টেগ্রেশন হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইন্টেগ্রেশন হাউজের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কোলন-বন বাংলাদেশ-জার্মান সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি যুবরাজ তালুকদার, ইন্টেগ্রেশন হাউজের প্রধান উপদেষ্টা এবং কোলন-বন বাংলাদেশ-জার্মান সমিতির সহ-সভাপতি নুরুল ইসলাম, প্রবাস থেকে রেমিট্যান্স পাঠানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান না’লা বাংলাদেশ এর হেড অফ গ্রোথ মাহমুদুল হাসান এবং বন সিটি কাউন্সিল এবং ইন্টেগ্রেশন কাউন্সিলের আসন্ন নির্বাচনে এসপিডি মনোনীত প্রার্থী ডঃ আব্দুল হাই।

দাতব্য সংস্থা সেরাজি ফাউন্ডেশনের সহ-সভাপতি ডঃ তৌফিকুল হক রিফাতের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বাংলাদেশি-জার্মান আঁকিয়ে মারুফ আহমেদ, বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র জার্মানির প্রতিষ্ঠাতা বদরুন্নেসা হোসনে সুলতানা ও সভাপতি ডঃ তিয়াশা হোসনে আইয়ুব, জিআইজেড জার্মানির জলবায়ু অর্থায়ন বিষয়ক কর্মকর্তা ডঃ ফিরদাউস আরা হোসেন, সীমান্ত সাময়িকীর প্রধান সম্পাদক রিয়াজুল ইসলাম, ইন্টেগ্রেশন হাউজের সংগঠক তামান্না তালুকদার ও রেশমা আক্তার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আব্দুল মুনিম, কবি, আঁকিয়ে ও আবৃত্তিকার মীর জাবেদা ইয়াসমিন ইমি, সেরাজি ফাউন্ডেশনের সভাপতি সিরাতুন নাইম, সাধারণ সম্পাদক সাইফুল হায়দার, নির্বাহী পরিষদ সদস্য খুরশিদ হাসান সজীব, সংগঠক মোবাশ্বের হোসেন সুমন, মুবাশ্বেরুল ইসলাম প্রত্যয়, মশিউর রহমান সংলাপ ও নাজিব আহমেদ, সিটি কর্পরেশনের কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তাগণ জার্মানির নগর পরিষদের নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন দিক, নীতিমালা, জার্মানির গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক সংস্কৃতি, জার্মানির সমাজে ও শ্রমবাজারে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান এবং প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের সম্ভাবনা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

জার্মানির নাগরিকত্ব না থাকলেও প্রবাসীরা নগরীর ইন্টেগ্রেশন কাউন্সিলের নির্বাচনে ভোট দিতে পারবেন উল্লেখ করে বক্তাগণ বাংলাদেশী কমিউনিটির সকলকে এসপিডি মনোনীত প্রার্থী হিসেবে ডঃ আব্দুল হাইকে সিটি কাউন্সিল, ইন্টেগ্রেশন কাউন্সিল এবং জেলা পরিষদে প্রতিনিধিত্বের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।   

মতবিনিময় সভায় সহযোগিতা করে প্রবাস থেকে রেমিট্যান্স পাঠানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান না’লা এবং নতুন গ্রাহকদের জন্য হাই৭৮ প্রোমো কোড ব্যবহার করে সর্বনিম্ন ৫০ ইউরো দেশে পাঠালেই ২৫ ইউরো বোনাস প্রাপ্তির ঘোষণা দেয় জনপ্রিয় মানিট্রান্সফার এ্যাপ না‘লা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online