শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাকৃবিতে ১৫ নারী শিক্ষার্থী বহিষ্কার 

Jul 24, 2025 - 09:36
 0  7
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাকৃবিতে ১৫ নারী শিক্ষার্থী বহিষ্কার 
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, জুলাই (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জুলাই-৩৬ হলের (পূর্বনাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল) নাম পরিবর্তনের ইস্যুতে আন্দোলনের সময় উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫ জন নারী শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে হল ও একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে আন্দোলন করে ওই হলের কিছু শিক্ষার্থী। এসময় তাদের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে।

ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে বিগত ১৩ জুলাই 'বোর্ড অব রেসিডেন্স এন্ড ডিসিপ্লিন' কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের "অর্ডিনেন্স ফর স্টুডেন্টস ডিসিপ্লিন" এর ১৩নং ধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে অপরাধের গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন অনুষদের ১৫ জন নারী শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়।

এদের মধ্যে চারজন শিক্ষার্থীকে দুই সেমিস্টার (এক বছর) একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দুইজন শিক্ষার্থীকে এক সেমিস্টার (ছয় মাস) একাডেমিক বহিষ্কার ও দুই সেমিস্টার হল থেকে বহিষ্কার, ছয় জনকে এক সেমিস্টার (ছয় মাস) একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার, একজনকে আজীবন হল থেকে বহিষ্কার এবং দুইজনকে এক সেমিস্টার (ছয় মাস) হল থেকে বহিষ্কার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online