দুঃখ বিষাদ

- - ডঃ হোসাইন আব্দুল হাই
বন, ডুইসডর্ফ
০১ এপ্রিল ২০২৩
কতোদিন হল তোমার কোন দেখা নেই
কবিতা
অথচ সকল সুখে সকল দুখে
সকল ব্যাথায়, সকল কষ্টে
তোমার মাঝেই অবগাহন
তোমার সাথেই খুনসুটি
তোমার সাথেই ঝগড়াঝাটি
তোমার সাথেই গলাগলি
মারামারি, হানাহানি, চুলাচুলি
তোমার সাথেই ক্ষণিক পরে
ভেংচি কেটে আড়ি টানা
তোমার মাঝেই সুখের খোঁজে
ঘাপটি মেরে মুখটি বুজে
তোমার বুকে গন্ধ নেওয়া
তোমার মাঝেই অলস দুপুর
তোমার মাঝেই ঝাপাঝাপি
গা ভাসিয়ে ভেলায় চড়ে
তোমার মাঝেই পাল্লা দিয়ে
আপন করে নিজের মাঝে ডুবিয়ে নেওয়া
তোমার মাঝেই জেগে থাকা
তোমার বুকেই ঈষদুষ্ণ রক্ত কমল
কাঠ করবির আলতো ছোঁয়া
কস্তূরীর সুদীর্ঘ পথ ও গতি
হার মেনে যায় তোমার কাছে
তোমার মাঝেই লুকিয়ে আছে
আমার চেনা শিশু কাল
কিশোর দিনের স্বপ্নসাধ
তোমার আমার একলা পথ
একই তালে পা মিলিয়ে
একই সুরে গলা ছেড়ে
মেঠো পথের বাঁকে বাঁকে
তোমার আমার স্মৃতি রেখা
গাছের ডালে পাতার ভাঁজে
তোমার আমার স্বপ্ন বোনা।
What's Your Reaction?






