নড়াইলে আ‘লীগ ও সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মী কারাগারে

Feb 27, 2025 - 18:28
 0  12
নড়াইলে আ‘লীগ ও সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মী কারাগারে
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।  

নাশকতা ও বিএনপির অফিস ভাঙচুরের আলাদা তিনটি মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির হলে বিচারক মেহেদী হাসান এবং সাবরিনা চৌধুরী তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০২৪ সালের ১০ ডিসেম্বর কালিয়া উপজেলার পারবিষ্ণুপুর এলাকায় বিএনপির অফিস ভাঙচুরের ঘটনাসহ নড়াগাতী এলাকা নাশকতার আলাদা তিনটি মামলায় আসামিরা আদালতে হাজির হন।
এর মধ্যে আছেন কালিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা, উপজেলা ওলামা লীগের সভাপতি রফিকুল ইসলাম, নড়াগাতী থানা আওয়ামী লীগের সদস্য হাসিবুল আলম উজ্জ্বল, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরসালিন খন্দকার, বাবরা হাচলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা মোকাররম হোসেন হিরু, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম সিকদার, মাউলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, কালিয়া উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত শেখ, ৫নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি টুকু শেখসহ ৩৫ নেতাকর্মী
আদালত থেকে কারাগারে নেয়ার পথে তারা জয় বাংলা, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জ্বালোরে জ্বালো, আগুন জ্বালোসহ বিভিন্ন স্লোগান দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online