স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সতেজকে কুপিয়ে জখম

Jan 7, 2025 - 02:45
 0  6
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সতেজকে কুপিয়ে জখম
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ০৬ জানুয়ারি (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন' এর প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজকে (২৫) মাথায় কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

সোমবার নড়াইল পৌরসভার দুর্গাপুরে এ ঘটনা ঘটে। সতেজকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সতেজ জানান, সোমবার সকালে সতেজ ও তার মেজো ভাই সজীব মুস্তারী দুর্গাপুরে তাদের জমিতে মাটি এবং বালি ভরাটের কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের জহিরুল ইসলাম মিয়া কাজে বাধা দেন। তাদের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের জহিরুল ইসলাম, তার ভাই জাহিদ, তাদের সন্তান মামুন ও মুন্নাসহ তাদের লোকজন সজীব মুস্তারীর ওপর হামলা চালায়। ভাইয়ের ওপর হামলা ঠেকাতে গেলে সতেজকে মাথায় কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। সতেজের মাথায় দু'টি সেলাই দেয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের জহিরুল ইসলামসহ তাদের লোকজন বলেন, তেজদের কাছে কোন টাকা দাবি করা হয়নি। তাদের গর্ত ভরাট করাতে ওই জমিতে মাটি ও বালি দেয়ার জন্য আমাদের বোরো বীজতলাসহ আশেপাশের ফসলি জমি, কলাই (ডাল) ক্ষেতের ক্ষতি হয়েছে। পানি জমে গেছে। আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি।

জহিরুল দাবি করেন, তারাও আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায়  ছেলে মুন্না আহত হয়েছে।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online