পবিপ্রবিতে বিজয়-২৪ হলে নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা 

Jan 8, 2025 - 02:21
 0  15
পবিপ্রবিতে বিজয়-২৪ হলে নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা 
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলে কৃষিগুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবাগত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিজয়-২৪ হলের ২য় তলার সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠান হয়। বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, বিশেষ অতিথি হিসেবে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহসিন হোসেন খান এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ উপস্থিত ছিলেন। 

এছাড়াও হলের সহকারী প্রভোস্টবৃন্দ, বিজয়-২৪ হলের বিভিন্ন সেশনের শিক্ষার্থীবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, তোমরা পড়াশোনাকে সর্বোচ্চ প্রাধান্য দিবে এবং যখন তোমাদের খারাপ লাগবে তোমরা শারীরিক শিক্ষা বিভাগের কার্যক্রমে অংশগ্রহণ করবে তাহলে ভালো লাগবে। 
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান বলেন, তোমরা সৌভাগ্যবান বিজয়-২৪ হল পেয়েছো। এই হল জুলাই বিপ্লবের অন্যতম স্মারক। 

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, আমরা তখনই স্বার্থক হবো, যখন তোমরা ভালো মানুষ হবে এবং তোমাদের চারিত্রিক মাধুর্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online