বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল সোনালিকা

Jan 8, 2025 - 03:23
 0  7
বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল সোনালিকা
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ০৬ জানুয়ারি (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ও গাইড সোনালিকার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বাকৃবির বিভিন্ন অনুষদে চান্সপ্রাপ্ত প্রায় আট শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের উপহার হিসেবে ক্রেস্ট, বই, চাবির রিং ও ওয়ালমেট প্রদান করা হয়। এরপর অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। 

সোনালিকার মহাপরিচালক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রহুল আমিন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.  আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহা. ইলিয়াছুর রহমান ভূঁইয়াসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আট শতাধিক নবীন শিক্ষার্থী।

আমন্ত্রিত অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য এবং ক্যারিয়ার বিষয়ক পরামর্শ প্রদান করেন।

এসময় বাকৃবির  প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রহুল আমিন বলেন, ‘বাংলাদেশে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু অভাব আছে সৎ ও চরিত্রবান মানুষের। এর ফলেই দেশের অবস্থা আজ মুমূর্ষু। আমাদের সব কাজেই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে। ব্যর্থতায় ভেঙে পড়লে চলবে না। জীবনে এগিয়ে যেতে হলে বড়দের সম্মান করতে হবে এবং সৎ উপদেশ মেনে চলতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online