শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করালেন ইউএনও

Sep 26, 2024 - 18:39
 0  45
শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করালেন ইউএনও
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করালেন নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা আজরিন তন্বী।

বৃহস্পতিবার লোহাগড়ার ইতনা ইউনিয়নের শতদল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাতিমা আজরিন তন্বী বলেন, আগামী প্রজন্মকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবকসহ সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। এজন্য ছাত্রছাত্রীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। খেলাধূলায় মনোনিবেশসহ জনকল্যাণে কাজ করতে হবে।
শতদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন নবারুন মাদক প্রতিরোধ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শরিফুল ইসলাম বিপ্লব, লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রূপক মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক শিমুল হাসান, লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online