যৌন নিপীড়নের দায়ে অধ্যাপককে চাকরি থেকে অপসারণ

Feb 14, 2025 - 18:15
 0  9
যৌন নিপীড়নের দায়ে অধ্যাপককে চাকরি থেকে অপসারণ
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ফেব্রুয়ারি (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) মালয়েশিয়ান শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম হারুন-অর-রশিদকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. মোঃ নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম হারুন-অর-রশিদের বিরুদ্ধে মালয়েশিয়ান ছাত্রী প্রিসিলা প্রিয়াঙ্কার ওপর যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের আলোকে গত বছরের ১৪ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি অধিবেশনে সিদ্ধান্ত গৃহীত হয়। অধ্যাপকের অনুকূলে প্রেরিত চার্জশিটের দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭তম অধিবেশনে গৃহীত ১ এর (৫) নং সিদ্ধান্ত মোতাবেক তাকে বাকৃবি কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) স্ট্যাটুটস-এর ৪ (১) (এফ) নং ধারা অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হলো। এই আদেশনামা ১৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, ড. হারুন বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি। গত বছরের ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে অধ্যয়নরত মালয়েশিয়ান এক নারী শিক্ষার্থী। অভিযোগের প্রেক্ষিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির দেওয়া প্রতিবেদন ও সুপারিশের প্রেক্ষিতে গত ১৪ অক্টোবর ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online