'অবৈধ কমিটি মানি না, মানব না' স্লোগানে বিএনপির বিক্ষোভ
!['অবৈধ কমিটি মানি না, মানব না' স্লোগানে বিএনপির বিক্ষোভ](https://our-voice-online.com/uploads/images/202502/image_870x_67af378091a96.jpg)
নড়াইল, ১৩ ফেব্রুয়ারি (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – সদ্য গঠিত নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কালিয়া উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে বুধবার প্রথমে কালিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশে কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ শরিফুল ইসলাম ডালিম, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সাবেক কাউন্সিলর স ম ইকরাম রেজা, সদ্যবিদায়ী আহ্বায়ক মোল্যা বখতিয়ার, সদ্যবিদায়ী সদস্য সচিব মাশরুফ ইসলাম পল্টু, পৌর কৃষকদলের আহ্বায়ক গোলাম রসুল মান্দার, ইলিয়াসাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুজ্জামান ওছি, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খান খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সরদার শাহিনুর আলম, চাঁচুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্যা হেলাল উদ্দিন, কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিকাইল শেখ, সদস্য সচিব মোহাম্মদ ফয়সালসহ অনেকে। এছাড়া বুধবার সন্ধ্যায় একই দাবিতে কালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটি মানি না, মানব না। কারণ, এই কমিটিতে বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাদের নাম দেওয়া হয়েছে। এই অবৈধ কমিটি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন দিয়েছেন। অনুমোদিত কমিটিতে কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন এবং কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফের স্বাক্ষর নেই। অথচ কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু এবং কালিয়া পৌর বিএনপির সভাপতি এস এম সেলিম হোসেনের স্বাক্ষর রয়েছে। তাদের পছন্দেরই লোক কমিটিতে ঠাঁই পেয়েছেন। অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে।
দলীয় নেতারা জানান, গত ১৫ নভেম্বর কালিয়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে ভোটগ্রহণের মধ্য দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও দু'টি সাংগঠনিক পদে নেতা নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্প্রতি যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে কালিয়া উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এ ব্যাপারে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়। আগামি ১৬ ফেব্রুয়ারি বিএনপির জেলা সম্মেলনকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
এদিকে, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু এবং কালিয়া পৌর বিএনপির সভাপতি এস এম সেলিম হোসেনও তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটিতে যোগ্যদেরই মূল্যায়ন করা হয়েছে।
What's Your Reaction?
![like](https://our-voice-online.com/assets/img/reactions/like.png)
![dislike](https://our-voice-online.com/assets/img/reactions/dislike.png)
![love](https://our-voice-online.com/assets/img/reactions/love.png)
![funny](https://our-voice-online.com/assets/img/reactions/funny.png)
![angry](https://our-voice-online.com/assets/img/reactions/angry.png)
![sad](https://our-voice-online.com/assets/img/reactions/sad.png)
![wow](https://our-voice-online.com/assets/img/reactions/wow.png)