মাদক পাচারের সময় তিনজনকে আটক করেছে বিজিবি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে প্রাইভেট কারে মাদক পাচারের সময় তিন জনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সদস্যরা।
এসময় ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩৮০ পিস ইয়াবা, তিনটি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি প্রাইভেট কার আটক করা হয়। আটককৃতরা হল রাজশাহী জেলার কাটাখালী থানার চরতারা নগর গ্রামের মোঃ মানিক মিয়া (৩৯), একই থানার চড়ক্ষিদিরপুর পশ্চিম পাড়া গ্রামের মোঃ ইউসুফ আলী (৩৫) এবং রাজশাহী জেলার শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলাম (৩৫)।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় যে, শুক্রবার রাত ১টা থেকে ৫টার মধ্যে সোনামসজিদ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মোঃ রায়হানুল হকের নেতৃত্বে বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর ডিগ্রী কলেজের পার্শ্বে আম বাগানে কৌশলগত অবস্থান নেয়।
এসময় চোরাকারবারীরা প্রাইভেট কার যোগে কানসাট হতে সোনামসজিদ যাওয়ার পথে আনুমানিক রাত দুইটার দিকে শাহবাজপুর ডিগ্রী কলেজের সামনে মাদক নেওয়ার উদ্দেশ্যে থামলে টহলদল তিন জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। মালামালসহ আটককৃত চোরাকারবারীদেরকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা রয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশন কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
What's Your Reaction?






