চাঁপাইনবাবগঞ্জে শহীদ কাশেমের গায়েবানা জানাজা ও বিক্ষোভ
![চাঁপাইনবাবগঞ্জে শহীদ কাশেমের গায়েবানা জানাজা ও বিক্ষোভ](https://our-voice-online.com/uploads/images/202502/image_870x_67af7285bf0d5.jpg)
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ
গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
শুক্রবার জুমার নামাজ শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি পালন করে। জানাজা শেষে নবাবগঞ্জ সরকারি কলেজে শহীদ মিনার চত্বর থেকে আওয়ামী সন্ত্রাসীদের বিচার ও সংগঠন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সদস্য আসিফ নেহেল, জেলা কমিটির আহ্বায়ক আব্দুর রাহিম, যুগ্ম-আহ্বায়ক মাহিদুর রাহমান প্রমুখ। এ সময় বক্তারা আবুল কাশেমের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলায় আবুল কাশেমসহ ১৭ জন আহত হন। পরে কাশেমসহ গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কাশেমের মৃত্যু হয়।
What's Your Reaction?
![like](https://our-voice-online.com/assets/img/reactions/like.png)
![dislike](https://our-voice-online.com/assets/img/reactions/dislike.png)
![love](https://our-voice-online.com/assets/img/reactions/love.png)
![funny](https://our-voice-online.com/assets/img/reactions/funny.png)
![angry](https://our-voice-online.com/assets/img/reactions/angry.png)
![sad](https://our-voice-online.com/assets/img/reactions/sad.png)
![wow](https://our-voice-online.com/assets/img/reactions/wow.png)