ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা রুখে দেবে ছাত্রসমাজ

Feb 14, 2025 - 22:59
 0  12
ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা রুখে দেবে ছাত্রসমাজ
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুষ্টি ও  খাদ্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী জান্নাতীন নাঈম জীবন বলেন, "পবিপ্রবি প্রশাসন যদি আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করে, তবে ছাত্রসমাজ বিষদাঁত ভেঙে দেবে।"

শুক্রবার জুমার নামাজ শেষে পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্ত বাংলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের রেদওয়ান হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের সুলায়মান বান্না, মাৎস্য বিজ্ঞান অনুষদের সোহেল রানা জনি এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের জান্নাতীন নাঈম জীবন।

এ সময় মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সোহেল রানা জনি বলেন, "ফ্যাসিস্ট সরকারের পতনের ছয় মাস পার হলেও কোনভাবে আওয়ামী রাজনীতি চলতে পারে না। একই সঙ্গে আমরা পবিপ্রবি প্রশাসনকে সতর্ক করছি তারা যদি ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করে, তবে ছাত্রসমাজ এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে

এছাড়া পুষ্টিবিজ্ঞান অনুষদের জান্নাতীন নাঈম জীবন আরও বলেন, "ছাত্রলীগের মতো তাদের মূল সংগঠন আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online