বাকৃবিতে ‘জুলাই-২৪’ আন্দোলনের তথ্যচিত্র প্রদর্শন
![বাকৃবিতে ‘জুলাই-২৪’ আন্দোলনের তথ্যচিত্র প্রদর্শন](https://our-voice-online.com/uploads/images/202502/image_870x_67af8441527bc.jpg)
ময়মনসিংহ, ১৪ ফেব্রুয়ারি (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সলিডারিটি সোসাইটি ‘জুলাই-২৪’ আন্দোলন নিয়ে এক বিশেষ তথ্যচিত্র প্রদর্শনী আয়োজন করেছে।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আয়োজিত এই প্রদর্শনীতে শিক্ষার্থী, পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
তথ্যচিত্রটিতে ‘জুলাই-২৪’ আন্দোলনের পটভূমি, সংঘটিত ঘটনা, আন্দোলনের লক্ষ্য ও এর দীর্ঘমেয়াদি প্রভাব তুলে ধরা হয়। এতে দেখানো হয় কিভাবে ২০২৪ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত চলা গণতান্ত্রিক বিপ্লব দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল।
প্রদর্শনীতে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সচেতন করবে এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে অনুপ্রাণিত করবে।
বাকৃবি সলিডারিটি সোসাইটির এক সদস্য জানান, “এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনার সঙ্গে পরিচিত করা এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার সুযোগ করে দেওয়া। জুলাই আন্দোলন থেকে আমরা বুঝতে পারি দেশের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হলে যে কোন ফ্যাসিবাদের কবর রচিত হয়। এই ঐক্যকে আরো সুসংহত করার জন্যই আজকে বাকৃবি সলিডারিটি সোসাইটির পক্ষ থেকে ক্যাম্পাসের ছাত্র জনতাকে নিয়ে আজকের এই ক্ষুদ্র আয়োজন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐক্য ধরে রাখার জন্য আমাদের সবধরনের কার্যক্রমে আপনাদের সহযোগিতা কাম্য।
What's Your Reaction?
![like](https://our-voice-online.com/assets/img/reactions/like.png)
![dislike](https://our-voice-online.com/assets/img/reactions/dislike.png)
![love](https://our-voice-online.com/assets/img/reactions/love.png)
![funny](https://our-voice-online.com/assets/img/reactions/funny.png)
![angry](https://our-voice-online.com/assets/img/reactions/angry.png)
![sad](https://our-voice-online.com/assets/img/reactions/sad.png)
![wow](https://our-voice-online.com/assets/img/reactions/wow.png)