পবিপ্রবিতে আজাদী মঞ্চের উদ্যোগে গণরুম প্রিমিয়ার লীগ

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) আজাদী মঞ্চের উদ্যোগে গণরুম প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত প্রিমিয়ার লীগের ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার লীগে ৪টি গণরুমের ৮টি দল অংশগ্রহণ করেন। প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হয় রাজদরবার রয়্যালস এবং রানারআপ হয় গ্রাভিটন ওয়ারিয়র্স।
সুলায়মান বান্নার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. ইকতিয়ার উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ, শেরই বাংলা হল-২ এর প্রভোস্ট অধ্যাপক ড. নিজাম উদ্দিন এবং আজাদী মঞ্চের আহ্বায়ক মোঃ জান্নাতীন নাঈম জীবন এবং আয়োজক কমিটির পরিচালক মুহতাসিম আরাফ উপস্থিত ছিলেন।
শেরই বাংলা হল-২ এর প্রভোস্ট অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেন, খেলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক তৈরি হলো এটা পুরো বিশ্ববিদ্যালয় জীবনে বজায় রাখবে।
শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, ক্রীড়া বিনোদনের অন্যতম একটি মাধ্যম। তোমাদের মধ্য থেকেই বেরিয়ে আসবে আগামীদিনের ক্রিকেটার।
প্রধান অতিথির বক্তব্যে রেজিস্ট্রার অধ্যাপক ড. ইকতিয়ার উদ্দিন বলেন, চরিত্র গঠনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ক্রীড়া। ক্রীড়া শিক্ষার্থীদের অপসংস্কৃতি থেকে দূরে রাখে। এজন্যই বলা হয়, সুস্থ দেহ, সুস্থ মন আর সুস্থ মনের জন্য ক্রীড়ার প্রয়োজন।
What's Your Reaction?






