পবিপ্রবি টিএসসির নতুন পরিচালক অধ্যাপক ড. খোকন হোসেন
জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ফিজিক্স এন্ড মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খোকন হোসেন।
রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়।
এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পবিপ্রবির টিএসসিকে আধুনিক, মানসম্মত, ছাত্র-শিক্ষার্থীবান্ধব টিএসসি হিসেবে গড়ে তুলতে চাই। পূর্বের সকল অনিয়ম-অভিযোগ-অসামঞ্জস্য দূর করে সকলের মনের মতো একটি আদর্শ টিএসসি হিসেবে গড়ে তুলতে চায়। টিএসসির খাবারের মান যেন ভালো থাকে সেই তদারকি করবো। তাছাড়া বাজার থেকে কম মূল্যে শিক্ষা সামগ্রীসমূহ টিএসসিতে যেন পেতে পারে সেই উদ্যোগ গ্রহণ করবো।
এছাড়াও তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেন টিএসসির ক্যাফেটেরিয়া এবং অন্যান্য দোকানগুলোতে তারা যেন মূল্য পরিশোধ পূর্বক খাবার কিংবা অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করে। কোন প্রকার বকেয়া না রাখার ব্যাপারে শিক্ষার্থীদের বিশেষ অনুরোধ করেন।
এসময় তিনি টিএসসিকে চলমান ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং পবিপ্রবির টিএসসিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷
What's Your Reaction?