চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ১৩

Nov 1, 2024 - 19:28
 0  29
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ১৩
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এরআগে যৌথবাহিনী বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধার সম্পাদক তরিকুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার  সন্ধ্যায় গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু সরকারকে আটক করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন। এতে দুইজন কর্মকর্তাসহ ৭ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের একজন উপপরিদর্শক বাদী হয়ে গোমস্তাপুর থানায় শুক্রবার একটি মামলা দায়ের করেছেন বলে জানান থানার ডিউটি অফিসার এসআই মামুন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online