পবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা
![পবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা](https://our-voice-online.com/uploads/images/202502/image_870x_67af2fa77b44a.jpg)
জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইনকিলাব মঞ্চের উদ্যোগে পবিত্র শব-ই-বরাত উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টায় পবিপ্রবির বিজয়-২৪ হলে উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতার শুরুতে নুরুন্নবী সোহানের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন মোঃ রেদওয়ান, মোঃ জান্নাতীন নাঈম জীবন এবং বিজয়-২৪ হলের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন। কুইজ প্রতিযোগিতায় পবিপ্রবির ১০৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আয়োজক কমিটির আহ্বায়ক মো: রেদওয়ান বলেন, ইসলামি সংস্কৃতিকে ধারণ এবং চর্চার প্রসারের জন্য আমাদের এই আয়োজন। যারা জানে আর যারা জানে না তারা কখনও সমান নয়।
মোঃ জান্নাতীন নাঈম জীবন বলেন, আল্লাহ তায়ালা কুরআনকে সহজ করেছেন। আপনারা সকলে কুরআন পড়বেন। কুরআন থেকে শিক্ষাগ্রহণ করবেন এবং কুরআন অনুযায়ী নিজেদের জীবন গঠন করবেন। সভ্যতাকে এগিয়ে নিতে কুরআনের গুরুত্ব অপরিসীম।
বিজয়-২৪ হলের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন বলেন, ইসলামিক চর্চা এবং ইসলামি সংস্কৃতি ইমান বৃদ্ধি করে। এছাড়া অপসংস্কৃতির আগ্রাসনের বিপরীতে এমন আয়োজন প্রশংসার দাবি রাখে। তিনি সকলকে ইসলামিক আয়োজনে অংশ নিয়ে নেকী অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেন।
What's Your Reaction?
![like](https://our-voice-online.com/assets/img/reactions/like.png)
![dislike](https://our-voice-online.com/assets/img/reactions/dislike.png)
![love](https://our-voice-online.com/assets/img/reactions/love.png)
![funny](https://our-voice-online.com/assets/img/reactions/funny.png)
![angry](https://our-voice-online.com/assets/img/reactions/angry.png)
![sad](https://our-voice-online.com/assets/img/reactions/sad.png)
![wow](https://our-voice-online.com/assets/img/reactions/wow.png)