নড়াইল প্রেসক্লাবে সুধীজনদের সম্মাননা প্রদান

Jan 2, 2025 - 03:44
 0  4
নড়াইল প্রেসক্লাবে সুধীজনদের সম্মাননা প্রদান
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা দেয়া হয়েছে।

এছাড়া নতুন সদস্যদের বরণ করা হয়েছে। বুধবার নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম।
প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে। প্রাণবন্ত এ অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এছাড়া নতুন সদস্যদের বরণ করে নেয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online