মানহানির মামলায় খালাস তারেক, বিএনপির আনন্দমিছিল

Dec 31, 2024 - 19:41
 0  6
মানহানির মামলায় খালাস তারেক, বিএনপির আনন্দমিছিল
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালতে দায়েরকৃত মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত।  

মঙ্গলবার নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন। নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হক বলেন, বাদী দীর্ঘদিন ধরে আদালতে উপস্থিত না হওয়ায় মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারক। এ মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।  
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর লন্ডনে বিএনপির সমাবেশে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে প্রকাশিত সেই সংবাদ পড়ে ক্ষুব্ধ হন নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকার বাসিন্দা শাহজাহান বিশ্বাস। তারেক রহমানের ওই বক্তব্যে বঙ্গবন্ধুর সম্মানহানি হয়েছে, এমন দাবি করে শাহজাহান নড়াইলের আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা করেন।
এদিকে, তারেক রহমানের বিরুদ্ধে করা মানহানি মামলা খারিজ হওয়ায় আনন্দ মিছিল করেছে নড়াইল জেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার শহরের চৌরাস্তা থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদালত সড়কে এসে শেষ হয়। আনন্দ মিছিলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ অনেকে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online