চারঘাটে যৌথ অভিযানে জরিমানা, ভেজাল গুড় জব্দ

Jan 2, 2025 - 03:52
 0  6
চারঘাটে যৌথ অভিযানে জরিমানা, ভেজাল গুড় জব্দ
ছবিঃ প্রতিনিধি/ওভি

রাজশাহী, ০১ জানুয়ারি (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস): চারঘাট উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ অভিযানে বুধবার একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে

এতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং নিষিদ্ধ উপাদান, পশুখাদ্য ও নন-ফুডগ্রেড রং ব্যবহার করে গুড় তৈরি করায় গঁওরা গ্রামের মোঃ আলম ও রিমা বেগম এর বাড়ি হতে প্রায় ৪০০ কেজি গুড় ও ভেজাল কাঁচামাল জব্দপূর্বক ধ্বংস করা হয়। এছাড়া বিএসটিআইর গুণগত মানসনদ/ছাড়পত্র গ্রহণ না করে আমদানীকৃত সুগার (চিনি) এবং অস্বাস্থ্যকর ও লেবেল/মোড়কবিহীন পরিত্যক্ত সরিষার তেলের ড্রামে অপরিশোধিত লিকুইড সুগার বিক্রি-বিতরণ করায় কাঁকড়ামারী বাজারে অবস্থিত জুয়েল ট্রেডার্স ও আব্দুর রহমান ট্রেডার্স এর উভয়কে ১৫,০০০/- করে মোট ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চারঘাট, রাজশাহী মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও উপজেলা কৃষি অফিসার, চারঘাট মোঃ আল মামুন হাসান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online