নড়াইলে হারানো মোবাইল ফোন ফিরে পেলেন ২০ জন

Feb 25, 2024 - 03:02
 0  116
নড়াইলে হারানো মোবাইল ফোন ফিরে পেলেন ২০ জন
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
হারিয়ে যাওয়া ২০টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মোবাইল ফোনের প্রকৃত মালিকদের কাছে তা হস্তান্তর করা হয়।

নড়াইলের চারটি থানায় সাধারণ ডায়রির প্রেক্ষিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) বিভিন্ন মডেলের ২০টি ফোন উদ্ধার করে। ভুক্তভোগীদের কাছে ফোনগুলো হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন, ফিরোজ আহমেদসহ পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেন।
হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, নড়াইল জেলা পুলিশ আমাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছে। আমরা অনেক খুশি হয়েছি। এজন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় সিসিআইসির ইনচার্জ শাহ্ দারা খানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online