সীমান্তে পৃথক অভিযানে মদ, মোবাইল ও কসমেটিকস জব্দ
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, মোবাইল ফোন ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে ফতেপুর সীমান্ত এলাকায় ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক জানান, জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
অন্যদিকে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রাম ও সোনামসজিদ আইসিপি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ দমনে বিজিবি সর্বদা সজাগ রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?

