পাঁচ সহস্রাধিক চাষির মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Oct 30, 2025 - 02:28
 0  5
পাঁচ সহস্রাধিক চাষির মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, অক্টোবর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইলে বিনামূল্যে ৫ হাজার ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কৃষি উপকরণ দেয়া হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডুসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান জানান, ২০২৫-২০২৬ মওসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সদরের একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online