শিবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
![শিবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ](https://our-voice-online.com/uploads/images/202502/image_870x_67acb3f077152.jpg)
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ
তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে উন্নতমানের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দশজনের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলী।
এ সময় তিনি বলেন, অটিষ্টিক শিশুদের প্রতি অনুগ্রহ কিংবা করুণা নয়, তাদের জন্য প্রয়োজন আন্তরিকতা ও সঠিক পরিচর্যা। কারণ তাদের মাঝেও লুকিয়ে আছে সম্ভাবনা। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। অনেকে আবার উদ্যোক্তাও হচ্ছেন। আজ দেশের প্রতিটি এলাকার প্রতিবন্ধীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রতিমাসে তারা পাচ্ছেন ভাতা।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ অন্যরা।
What's Your Reaction?
![like](https://our-voice-online.com/assets/img/reactions/like.png)
![dislike](https://our-voice-online.com/assets/img/reactions/dislike.png)
![love](https://our-voice-online.com/assets/img/reactions/love.png)
![funny](https://our-voice-online.com/assets/img/reactions/funny.png)
![angry](https://our-voice-online.com/assets/img/reactions/angry.png)
![sad](https://our-voice-online.com/assets/img/reactions/sad.png)
![wow](https://our-voice-online.com/assets/img/reactions/wow.png)