তোমাকে চাই

- জেবুন নাহার
যতবার বলেছি শুধু তোমাকে চাই
ততবারই বলেছি আর কিছুই চাই না।
যতবার পেয়েছি অন্তরে তোর ঠাঁই
ততবারই হেরেছে আমার অহং হৃদয়!
দূর নক্ষত্রের প্রবল প্রতাপ ক্ষীণসম
অন্তরীক্ষভেদি বসুমতির বক্ষপরে
জল হাওয়ায় সিঞ্চিত অনুরননের তরে
ঈষদুষ্ণ অনুভবে ঘটায় হরিৎ অঙ্কুরোদগম।
সুদূর পরবাস দূরে ইথারভরে ভেসে আসা কণ্ঠস্তব
প্রেমার্দ্র হৃদয় হতে ঝরে পড়া বিন্দু শিশিরে
সিক্ত করি প্রতি পলে ভালোবাসার চাদরে
দেহময় চন্দ্রদ্যুতি বিচ্ছুরণে স্পন্দিত আমার গৌরব।
যতবার ভেবেছি কি আছে চাওয়ার আর ......
ততবারই পাইনি তুল্য তোমার ভালোবাসার।
What's Your Reaction?






