'শহর জুড়ে তোমার মায়া' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
ফরহাদ খান, নড়াইল
২০২৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সবুজ সুলতানের কাব্যগ্রন্থ-'শহর জুড়ে তোমার মায়া'।
মেলার উদ্বোধনী দিনে নবকথন প্রকাশনী থেকে বইটি মেলায় এসেছে। এ উপলক্ষে শনিবার নড়াইল শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) স্কুল মিলনায়তনে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
কবি আশামণির সভাপতিত্বে এবং কথা সাহিত্যের প্রতিষ্ঠাতা ফরহাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি সবুজ সুলতান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি বিপুল বিশ্বাস, কবি কামনা ইসলাম, সুবোধ কুমার বিশ্বাস, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক কবি উজির আলী, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের প্রধান শিক্ষক ইউনুস শেখ, ইসলামাবাদ দাখিল মাদরাসার শিক্ষক কবি টিপু সুলতান, পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কবি মিজানুর রহমান, মাওলানা নূর ইসলাম, চন্দ্রকথা পত্রিকার সাহিত্য সম্পাদক স্কুল শিক্ষক অনুমিতা জয়া, স্কুল শিক্ষক রাবেয়া সুলতান, আবৃত্তিশিল্পী বিজয় কুমার প্রামাণিক, কবি দ্বিজেন রায়, মনিকা একাডেমির অফিস সহকারী সুমাইয়া সুমীসহ অনেকে।
নড়াইলের সন্তান কবি সবুজ সুলতান জানান, 'শহর জুড়ে তোমার মায়া' তাঁর লেখা প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। তিনি আশা করছেন পাঠকরা বইটি কিনবেন। এই কাব্যগ্রন্থটি নবকথন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইমেলার ৭৭৩ এবং ৭৭৪ নাম্বার স্টলে মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে।
এদিকে, ‘শহর জুড়ে তোমার মায়া‘ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন শেষে চন্দ্রকথা সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। এ সময় নবীন-প্রবীণ কবিরা আবৃত্তি করেন।
What's Your Reaction?