এ কেমন চাওয়া না চাওয়া

Mar 2, 2024 - 04:39
Mar 5, 2024 - 16:08
 0  102
এ কেমন চাওয়া না চাওয়া
Art and Photo: mzy/ov

- মীর জাবেদা ইয়াসমিন ইমি 
 
আমি বহুদূরে চলে যাচ্ছি
তলিয়ে যাচ্ছি অনেক গভীরে
ক্ষণে ক্ষণে একটু একটু করে
আমি হারিয়ে যাচ্ছি আমা হতে
কেন কেমন করে?

নিজের অজান্তে ঘটে যাচ্ছে সবকিছু।
দিশেহারা দিকবিদিক
কূল কিনারাহীন জলরাশি
অথৈ জলের মাঝে
আসন গেড়েছি।

আমাকে কেউ কাছে টানতে চাচ্ছে
যেতে চাচ্ছি না
গভীরতা থেকে উঠাতে চাচ্ছে
কিন্তু উঠতে চাচ্ছি না।

কূল কিনারা দিতে চাচ্ছে
কেউ কেউ,
পেতে চাচ্ছি না
মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি
কিন্তু বাঁচার কেন ইচ্ছে হচ্ছে না।

এ আমার কেমন চাওয়া
আর কেমনই বা না চাওয়া।
চাওয়া শুধু এই-
ভুলে যেও না যে
আমিও তোমাদের মাঝে
অনেকটি সময় ছিলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online