আহমেদ শিমুর নতুন থ্রিলার উপন্যাস ‘ঘর ভরা দুপুর’

Feb 10, 2025 - 18:27
 0  132
আহমেদ শিমুর নতুন থ্রিলার উপন্যাস ‘ঘর ভরা দুপুর’
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ১০ ফেব্রুয়ারি (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) জীবনের গল্প কখনো সরলরেখায় চলে না। সম্পর্কের টানাপোড়েন, অপ্রত্যাশিত মোড়, সাফল্য আর স্বপ্নভঙ্গের মিশ্রণেই গড়ে ওঠে মানুষের যাপিত জীবন।

সেই জীবনযাত্রার নানা বাঁক, রহস্য আর বাস্তবতার সুনিপুণ চিত্রায়ণ পাওয়া যাবে জনপ্রিয় কবি ও লেখক আহমেদ শিমুর লেখা ঘর ভরা দুপুরনামে প্রকাশিত নতুন সামাজিক উপন্যাসে ।

আহমেদ শিমু জানান, এবারের একুশে বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত হওয়া ঘর ভরা দুপুর’ আমার ষষ্ঠ সমাজিক উপন্যাস। উপন্যাসটিতে সাহিত্যপ্রেমীরা খুঁজে পাবেন জীবনের সাফল্য, ব্যর্থতা, রহস্য আর সম্পর্কের টানাপোড়েনের এক অনন্য প্রতিচিত্র। এই বইয়ের চরিত্রগুলো বাস্তব জীবনের প্রতিফলন, যেখানে কেউ সফল, কেউ দুঃখী, আবার কেউ রহস্যময়। 

তিনি আরও জানান, উপন্যাসটি প্রকাশ করছে অনুজ প্রকাশন। প্রচ্ছদ করেছেন আশরাফুল ইসলাম। উপন্যাসটি বই মেলায় এশিয়া পাবলিকেশনের স্টলে পাওয়া যাবে। বইটির মলাট মূল্য ৩২০ টাকা।

সাহিত্যচর্চার বিষয়ে আহমেদ শিমু জানান, ছোটবেলা থেকেই লেখালেখি করতে ভালো লাগতো। পরিবারের অনুপ্রেরণা সাহিত্যচর্চার পথকে সুগম করেছে। ২০১৯ সালে প্রথম উপন্যাস শেষ পৃষ্ঠাও কাব্যগ্রন্থ স্পর্শিত অনুভূতিপ্রকাশিত হয়। সে বছরই বই দুটি জনপ্রিয়তা পেয়ে বেস্টসেলার তালিকায় স্থান পায়। এরপর ধারাবাহিকভাবে একাধিক উপন্যাস ও থ্রিলার প্রকাশ করেন তিনি। তাঁর রচিত অন্য গ্রন্থগুলো হলো, উপন্যাস - অদৃশ্য দেয়াল‘ (২০২০), সামাজিক থ্রিলার - দর্পণ‘ (২০২১), ‘দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ‘ (২০২২), অচেনা পথে চেনা মানুষ‘ (২০২৪)।

উল্লেখ্য, লেখক আহমেদ শিমু মানিকগঞ্জ জেলার ঘিওর থানার শ্রীবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে সম্পদ ব্যবস্থাপনা ও উদ্যোক্তা বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জননী। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুনের সহধর্মিনী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online