জেসিআই এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজশাহী, ০২ আগস্ট (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস): জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপি ফুটবল টুর্নামেন্ট।
এতে অংশগ্রহণ করছে মোট ১৬টি দল। শুক্রবার রাতে নগরীর চন্দ্রীমা থানার অন্তর্গত নাদের হাজীর মোড়ে অবস্থিত ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন করা হয় উক্ত টুর্নামেন্টের।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ, নিরাপদ সড়ক চাই এর রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ। সভাপতিত্ব করেন জেসিআই রাজশাহীর লোকাল প্রেসিডেন্ট ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ।
ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ হচ্ছে কিংস অব রাজশাহী, রাজপাড়া ফুটবল স্টারস, রেঞ্জার্স, ইনডোর পার্ক স্কোয়াড, এ্যাসেট ডিলিং, ড্রাইভ বাই ড্রিবলার্স, জেন-জেড, বাপ্পী একাদশ, ফ্রেন্ডস আড্ডা, নিরাপদ সড়ক চাই, টেক রাজশাহী, ক্রেজি ফুটবলার, ম্যাড ক্রিকেটার, আবির রিয়েল এস্টেট, রাজশাহী রাইজিং স্টার ও সততা স্ট্রাইকার্স।
What's Your Reaction?






