লোহাগড়ায় ১৬ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Dec 23, 2024 - 00:58
 0  3
লোহাগড়ায় ১৬ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আমাদা জাগরণী ক্লাবের আয়োজনে শনিবার এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন বিএনপি নেতা সালাহউদ্দিন খান।
ফাইনাল খেলায় কুমড়ি বনাম লাহুড়িয়া ফুটবল একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারেও খেলাটি অমীমাংসিত হলে উভয় দলকে বিজয়ী ঘোষণা করে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আসাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রেজাউল করিম পারভেজ, সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম ছবি, এনায়েত লস্কার, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নায়েব আলী, কোটাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজান, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আহাদুজ্জামান আহাদ, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, স্বপন আহমেদ, সাইফুল ইসলাম, যুবদল নেতা মশিউর রহমান, লবাব মন্ডল, রকিব শেখ, জবদুল শেখ, লোহাগড়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন মোল্যা, লোহাগড়া পৌর কৃষক দলের সদস্য সচিব রাজু আহমেদ, লোহাগড়া পৌর শ্রমিক দলের সদস্য সচিব তাজমুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আক্তার মোল্যা, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মিলন গাজী, আশরাফুল আলম, মামুন মোল্যা, লোহাগড়া মুক্তিযোদ্ধা প্রজন্মদলের নেতা সাইদুর রহমান, লোহাগড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম গিয়াসউদ্দিন জুয়েল, সদস্য সচিব রাজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজুল ইসলাম মুন্না, লোহাগড়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, মল্লিকপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিমন গাজী, লক্ষীপাশা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সুরুজ, সদস্য নাদিম, রাজা শেখ, নাহিন খানসহ অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online