নড়াইলে সতীর্থ ১৯৭৪ ব্যাচের সূবর্ণজয়ন্তী উদযাপন

Dec 22, 2024 - 18:17
 0  12
নড়াইলে সতীর্থ ১৯৭৪ ব্যাচের সূবর্ণজয়ন্তী উদযাপন
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
প্রাণের টানে, চিত্রার পাড়েএই স্লোগানে নড়াইলে এসএসসি সতীর্থ ১৯৭৪ ব্যাচের সূবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করে চিত্রা রিসোর্ট পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এখানে কেক কেটে ৫০ বছরপূর্তি তথা সূবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। এছাড়া ১৯৭৪ ব্যাচের ১১ জন শিক্ষককে সম্মাননা স্মারক এবং সাউদার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে উপহার দেয়া হয়। এদিকে, দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, প্রীতিভোজ, নৌকা ভ্রমণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিতরা হলেন ফাকুর কালান্দার, ইউসুফ আলী, আবুল কালাম আজাদ, সুধাংশু কুমার সাহা, হাসিনা বেগম, বাসুদেব কুন্ডু, নূরুল ইসলাম, আব্দুস সাত্তার, শুভাশিস বাগচী, আজিজুন নেসা ও লতিফা আক্তার।
সতীর্থ ১৯৭৪ ব্যাচের সভাপতি এবং সাউদার্ন ইউনিভার্সিটি উপাচার্য ডক্টর শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব এটিএম মহিউদ্দিন আহমেদ, ডাক্তার শরীফ শামীম আতীক, অবসরপ্রাপ্ত কর্নেল সাজ্জাদ, ডাক্তার মায়া রানী, ক্রীড়াসংগঠক আশিকুর রহমান মিকু, সিনিয়র সাংবাদিক কার্তিক দাস, জেলা পূজা উদযাপন পর্ষদের সাবেক সভাপতি অশোক কুন্ডুসহ অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online