আরব আমিরাত-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক লিটন

May 5, 2025 - 00:58
 0  6
আরব আমিরাত-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক লিটন
ছবিঃ প্রতিনিধি/ওভি

মো: সাখাওয়াৎ হোসেন (সাখাওয়াৎ লিটন)

আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল, তাছাড়া মে-জুনে রয়েছে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজআসন্ন এই দুই সিরিজকে সামনে রেখে রোববার পুরো টি-টোয়েন্টি দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

এদিন সংবাদ সম্মেলনে ১৬ সদস্যের দল ঘোষণা রেন বোর্ড পরিচালক নাজমুল হাসান ফাহিম দুই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস এর মাধ্যমে লিটন দাস নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হলেন তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ মেহেদী লিটন অবশ্য এর আগেও বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন

চোটের কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি শান্ত নিয়মিত অধিনায়কের অনুস্থিতিতে সে বার টাইগারদের নেতৃত্ব দেন লিটন ওই সফরে লিটনের নেতৃত্বে সিরিজ জিতে নেয় বাংলাদেশ উইকে রক্ষক ব্যাটারের সেই সফলতার ওপর ভিত্তি করে তাকে আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে

নতুন অধিনায়ক হিসেবে লিটনের প্রথম পরীক্ষা হবে আরব আমিরাত সিরিজ দিয়ে এদিকে ইনজুরির কারণে এই দুই সিরিজে রাখা হয়নি দলের নির্ভরযোগ্য পেসার তাসকিন আহমেদকে

পাকিস্তান সিরিজ শুরু হবে আগামী ২৫ মে ফয়সালাবাদে ২৭ মে একই ভেন্যুতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে যথাক্রমে ৩০ মে এবং জুন

ঘোষিত ১৬ সদেস্যর টি-টোয়েন্টি স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন,  তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা শরিফুল ইসলাম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online