বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য দোয়া
![বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য দোয়া](https://our-voice-online.com/uploads/images/202502/image_870x_67aca61320816.jpg)
ফরহাদ খান, নড়াইল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের জন্য নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার লাহুড়িয়ার হাফেজ আব্দুল করিম একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রহমান মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাহুড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ফরিদুজ্জামান বাবলু, মাওলানা কামরুজ্জামান, মাওলানা ইকবাল, লাহুড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ বাচ্চু, সেক্রেটারি মাসরুল খান, ইউনিয়ন যুবদল নেতা মনিরুল জমাদ্দারসহ ছাত্র-জনতা।
What's Your Reaction?
![like](https://our-voice-online.com/assets/img/reactions/like.png)
![dislike](https://our-voice-online.com/assets/img/reactions/dislike.png)
![love](https://our-voice-online.com/assets/img/reactions/love.png)
![funny](https://our-voice-online.com/assets/img/reactions/funny.png)
![angry](https://our-voice-online.com/assets/img/reactions/angry.png)
![sad](https://our-voice-online.com/assets/img/reactions/sad.png)
![wow](https://our-voice-online.com/assets/img/reactions/wow.png)