ভোলাহাট সীমান্তে ১২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় অবৈধ চোরাই মোবাইল ফোন আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার চামুচা গ্রামের গড়ের মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়মে কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চোরাচালান দমনসহ রাষ্ট্রের অনিষ্টকারীদের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে।
What's Your Reaction?

