কেবি কলেজে ১৫তম ফিজিক্স অলিম্পিয়াড প্রতিযোগিতা

Jan 12, 2025 - 05:12
 0  12
কেবি কলেজে ১৫তম ফিজিক্স অলিম্পিয়াড প্রতিযোগিতা
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ১১ জানুয়ারি (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) ময়মনসিংহে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের ১৫তম আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ডঃ এ কে ফজলুল হক ভূঁইয়া। কেবি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বি. এম. আব্দুল্লাহর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক খন্দকার সাদাত হোসাইন, গোলাম দস্তগীর কাদেরী।

জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়ানোর মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তৃতায় বাকৃবি উপাচার্য অধ্যাপক ডঃ এ কে ফজলুল হক ভূঁইয়া পদার্থ বিজ্ঞানের মান উন্নয়নে ফিজিক্স অলিম্পিয়াড এর গুরুত্ব তুলে ধরেন। ভবিষ্যতে ময়মনসিংহ অঞ্চল থেকে জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে আরো ক্ষুদে পদার্থ বিজ্ঞানী তৈরি হোক, এই আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ফিজিক্স অলিম্পিয়াডের ভেন্যু হিসেবে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সর্বাঙ্গী আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। এই ধরনের আয়োজন আরো বেশি করে শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখার উপরে গুরুত্ব দেন।

এরপর বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩১৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তার মধ্যে নির্বাচিত ৭৫ জন বিজয়ী প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়। আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ীরা জাতীয় পর্যায়ে ঢাকায় প্রতিযোগিতা করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online