সমলয় পদ্ধতিতে ধান চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

Jan 16, 2025 - 04:21
 0  3
সমলয় পদ্ধতিতে ধান চাষ কৃষিতে নতুন সম্ভাবনা
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ধান চাষাবাদে বিভিন্ন সমস্যা ও সংকট থেকে সুরক্ষা দিতে কৃষকদের মাঝে যন্ত্রের ব্যবহার বাড়াতে সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদের উদ্যোগ নিয়েছে সরকার।

এরই অংশ হিসেবে সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে।

নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আওতায় এবছর ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ করা হচ্ছে। প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে আধুনিক যন্ত্রের সাহায্যে ধান চাষের জন্য বীজতলা পরিবর্তে প্লাস্টিকের ট্রেতে বীজ বপন করে তিন সপ্তাহে মধ্যে ধানের চারা উৎপাদন এবং যন্ত্রের সাহায্যে চারা রোপণ, সার প্রয়োগ, পরিচর্যা এমনকি ধান কাটা মাড়াই হচ্ছে যন্ত্রের সাহায্যে। কৃষি বিভাগের মতে, এটিকে সমলয়পদ্ধতি বলে।
সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদে শ্রমিক সঙ্কট নিরসন, উৎপাদনে অতিরিক্ত খরচ ও সময় বাঁচবে বলে জানিয়েছে কৃষি কর্মকর্তা।

নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম জানান, চলতি ইরি-বোরো মৌসুমে নাচোল উপজেলার পীরপুর সাহানা পাড়া এলাকায় প্রায় ৩৫ শতক জমিতে ৫০০০ প্লাস্টিকের বিশেষ কৃষি যন্ত্রের মাধ্যমে মাটিতে জৈব সার সংমিশ্রণে প্লাস্টিকের ট্রেতে ধান বীজ বপন করা হয়। বীজ বপনের ২৫-৩০ দিনের মধ্যে এই বীজ চারা রোপণের জন্য উপযোগী হয়ে ওঠে। এতে করে বাড়তি সারের প্রয়োজন হয় না। ট্রেতে চারা উৎপাদনে জমির পরিমাণও কম লাগে।

ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিন দিয়ে একই গভীরতায় সমানভাবে রোপন করা হয়। একসঙ্গে চারা রোপণ করায় ধান একসঙ্গে পাকবে এবং একসঙ্গে ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা। প্রচলিত পদ্ধতিতে চারা রোপণের পর ফসল ঘরে তুলতে ১৪৫ থেকে ১৬০ দিন সময় লাগলেও সমলয় পদ্ধতিতে এর থেকে সময় কম লাগবে বলে জানান কৃষিবিদ সালেহ আকরাম।

তিনি বলেন, সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদে বীজ বপন থেকে সার প্রয়োগ ও ধান কাটা মাড়াই সবকিছু করা হবে যান্ত্রিক পদ্ধতিতে। নাচোল উপজেলায় সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে চাষ করা হচ্ছে। এ পদ্ধতিতে চাষাবাদ করার কারণে কৃষকের অর্থসময় সাশ্রয় হবে। একটি মাঠে যখন বিভিন্ন জাতের ফসল চাষাবাদ করা হবে। কেউ আগে কেউ পরে রোপণ করবে তখন পরিচর্যা সঠিকভাবে করা সম্ভব হয় না। তাই একই সময় একটা প্লটে একই জাতে ধান চাষাবাদ করা হলে তখন পরিচর্যা করা সহজ হবে এবং ধান কাটা সময় সুবিধা হবে। কৃষিতে যান্ত্রিকরণ হওয়ার কারণে শ্রমিক সংকট নিরসন ফসলের ভালো ফলন সহ বিভিন্ন সুবিধা পাবে কৃষকেরা। তাই এই অঞ্চলের কৃষকদের সমলয় পদ্ধতিতে চাষাবাদ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিনে ধান রোপণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলুফা সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম উপ-সহকারী কর্মকর্তা আব্দুর রাকিবরুহুল আমিন সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online