শিবগঞ্জে গাছের চারা হাতে দুর্নীতিবিরোধী শপথ শিক্ষার্থীদের

Nov 10, 2024 - 22:30
Nov 10, 2024 - 22:30
 0  16
শিবগঞ্জে গাছের চারা হাতে দুর্নীতিবিরোধী শপথ শিক্ষার্থীদের
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৪৩নং পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী গাছের চারা হাতে নিয়ে দেশপ্রেমের শপথ নেন।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন, শিবগঞ্জ থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক রেজাউল করিম, ক্রিড়া সংগঠক সেতাউর রহমান, সংগঠনের সদস্য কাউছার আলী, মোহাম্মদ আলী, জীবন শিং, আব্দুল হাদি, রাহাত, প্রশান্ত প্রমুখ।
পরবর্তীতে বিদ্যালয়ের মাঠে দুটি ফুল গাছের চারা রোপণ করা হয়। এবং বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে ফলজ ও ঔষধী গাছের চারা উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘ কুমিল্লার প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত ১৪ বছর সংগঠনটির সদস্যরা টিফিনের টাকা বাঁচিয়ে সারাদেশে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ও গাছের চারা বিতরণ করে আসছেন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বর্তমানে রাজশাহী বিভাগীয় সফরে রয়েছেন। তিনি প্রতিটি জেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে গাছের চারা উপহার দিবেন বলে জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online