সীমান্তে অপরাধ দমনে দুইটি বিওপি নির্মাণ করল বিজিবি

Apr 9, 2025 - 02:55
 0  25
সীমান্তে অপরাধ দমনে দুইটি বিওপি নির্মাণ করল বিজিবি
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সীমান্তে নিরাপত্তা জোরদার করতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি খড়কপুর বিওপি এবং সুরানপুরে নবনির্মিত বিওপি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ভোলাহাট উপজেলার খড়কপুর বিওপিতে ফিতা কেটে উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। এসময়  তিনি গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। ফলক উন্মোচন করে বিওপিতে একটি আম গাছের চারা রোপণ করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন। ২য় পর্বে সুরানপুর বিওপি উদ্বোধন করেন।
এসময় রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান বলেন, ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভোলাহাট বিওপি ও জেকে পোল্লাডাংগা বিওপির দায়িত্বরত এলাকা বড় এবং সীমান্ত হতে দূরে অবস্থিত হওয়ায় চোরাচালান দমনে টহল পরিচালনা করা কষ্টসাধ্য ছিল। উক্ত প্রেক্ষাপট বিবেচনায় দায়িত্বরত এলাকার ভারসাম্য রক্ষায় সুরানপুর ও খড়কপুর নামক স্থানে নতুন দুইটি বিওপি নির্মাণ করা হয়েছে।
তিনি বিজিবির কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনসাধারণসহ সকল পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন দেশের স্বার্থে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ ও চোরাচালানসহ সবধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, স্টাফ অফিসারসহ বিভিন্ন পর্যায়ের সৈনিকবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online