ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ফুলকুঁড়ি‘র মানববন্ধন

ঢাকা, ০৭ এপ্রিল (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) – সোমবার ইউনিসেফ ভবনের সামনে ফিলিস্তিনে চলমান গণহত্যা, নির্মম ধ্বংসযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হতে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর মানববন্ধন করেছে।
এ কর্মসূচির মাধ্যমে ফুলকুঁড়ি আসরের পক্ষ থেকে বিশ্বব্যাপী শান্তির আহ্বান এবং ফিলিস্তিনে অব্যাহত গণহত্যা ও দমন-পীড়নের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ফিলিস্তিনে চলমান ধ্বংসযজ্ঞে গত ১৭ মাসে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার শিশু নিহত হয়েছে। গাজা মিডিয়া অফিসের তথ্য মতে, গত ২০ দিনে ৪৯০ জন শিশু নিহত হয়েছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য মতে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ফিলিস্তিনের গাজায় প্রতিদিন কমপক্ষে ১০০ শিশু হতাহত হয়েছে।
ফুলকুঁড়ি আসর মনে করে, পৃথিবীর যে কোন প্রান্তে শিশুদের উপর অব্যাহত নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ। ফুলকুঁড়ি আসর চায় ফিলিস্তিনে সকল প্রকার শিশু নির্যাতন, শিশু হত্যা, গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ বন্ধ হোক এবং শিশুদের জন্য ফিলিস্তিন একটি নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে উঠুক।
What's Your Reaction?






