ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Apr 7, 2025 - 19:54
 0  4
ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা।

মার্চ ফর প্যালেস্টাইন নামে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানের এই কর্মসূচী পালিত হয়। সোমবার শহরের শান্তি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড মোড়ে এসে প্রতিবাদ পথভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তরা সকল প্রকার ইসরায়েলী পণ্য বয়কটের আহ্বান জানান। পাশাপাশি ব্যবসায়ীদের ইসরায়েলী পণ্য বিক্রি না করার অনুরোধ করেন। অন্যথায় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন বক্তারা। এছাড়া ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা অনতিবিলম্বে বন্ধে বিশ্বের মুসলিম দেশের রাষ্ট্রনেতাদের কার্যকর ভূমিকা গ্রহনের আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, যুগ্ম আহ্বায়ক মাহিন খান, মূখ্য সংগঠক মোতাসিন বিশ্বাস, সদস্য সচিব সাব্বির আহমেদ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online