পরিবেশবাদী সংগঠন গ্রিন টাইমের সেমিনার অনুষ্ঠিত 

Feb 19, 2024 - 04:25
 0  160
পরিবেশবাদী সংগঠন গ্রিন টাইমের সেমিনার অনুষ্ঠিত 
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসাদ্দিকুল ইসলাম তানভীর

বাংলাদেশের পরিবেশবাদী সংগঠন 'গ্রিন টাইম' এর আয়োজনে লাইভ সেমিনার 'গ্রিন স্ট্রিম' আয়োজিত হয়েছে।

শনিবার রাত সাড়ে নয়টায় ভার্চুয়াল প্লাটফর্মে সেমিনারটি আয়োজন করা হয়। সেমিনারে বাংলাদেশের শিক্ষার্থী ও পরিবেশকর্মী এবং আমেরিকার জর্জিয়া থেকে পরিবেশকর্মী ও স্কুল শিক্ষার্থীরা যোগদান করেছে। জর্জিয়া থেকে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্যহীনতা ও তার বিরূপ প্রভাব নিয়ে উপস্থাপনা প্রদান করেছেন। এছাড়া বর্তমান বিশ্বের একটি প্রজ্বলিত সমস্যা পরিবেশের ভারসাম্য রক্ষার ব্যাপারে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। পৃথিবীর পরিবেশ বসবাসযোগ্য করে রাখতে সবাইকে এক হয়ে কাজ করারও আমন্ত্রণ জানান তারা। 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও পরিবেশকর্মী মো. মাহির দাইয়ানের সভাপতিত্বে ও ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী জয়ীতা বিশ্বাস ত্রয়ীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়ার গ্রিন স্কুলের শিক্ষিকা খাতো সিটসভিতজে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই স্কুলের শিক্ষিকা খাতিয়া বিবিলোরি। এছাড়া জর্জিয়ার গ্রিন স্কুল থেকে অ্যানা, নিনো, নিকা, স্যসিলি, লিসা, ভ্যাটো ও এলেনে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে একটি মুক্ত আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় পরিবেশের ভারসাম্য রক্ষার ব্যাপারে মতামত ব্যক্ত করা হয়। পাশাপাশি আয়োজক সবাইকে পরিবেশ দূষণের বিরুদ্ধে সচ্চার হতে আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে খাতো বলেন, আমরা যতোই আধুনিক হই না কেন, পরিবেশ ব্যতীত আমরা কখনই টিকে থাকতে পারব না। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে প্রতিনিয়তই আসতে থাকবে বড় বড় দূর্যোগ। গত দশকে যতগুলো ভুমিকম্প, জলোচ্ছ্বাস, ভূমিধস, সাইক্লোন, আকস্মিক বন্যা, খরা, তাপদাহ, শৈতপ্রবাহ ও বন্যাসহ দূর্যোগ আঘাত হেনেছে তার পরিমাণ এর আগের শতকেও হয়নি। খুবই দ্রুত পরিবেশ পরিবর্তনের এমন প্রতিক্রিয়ার ফলে মানুষের বসবাসের সকল উপাদান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই দূর্যোগগুলো নিয়ন্ত্রণ করার প্রযুক্তি এখনো আবিষ্কৃত হয়নি। একমাত্র সমাধান হিসেবে পরবেশ দূষণরোধ ও গাছপালা রোপনের কোনো বিকল্প নেই। তাই আমাদের সবাইকেই এই গুরুদায়িত্ব নিতে হবে এবং সার্বিকভাবে পরিবেশ উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online