জুলাই স্মরণে দুই দিবস উদযাপন করবে বাকৃবি

ময়মনসিংহ, ০৮ জুলাই (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সরকার ঘোষিত ১৬ জুলাই 'জুলাই শহীদ দিবস' ও ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মো. তৌফিকুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে আয়োজক কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জাতীয় দুই দিবস উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মো. শহীদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হুমায়ূন কবির, প্রক্টর অধ্যাপক ড মো. আব্দুল আলীম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো রুহুল আমিন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং বিভিন্ন ইনস্টিটিউট ও দফতরের পরিচালকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। দিবস দুটি উদযাপনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি শীঘ্রই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান তিনি।
এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করা হবে। আমি নির্ধারিত অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানাই।
What's Your Reaction?






