বাকৃবি ছাত্রশিবিরের নতুন সভাপতি নাছির, সেক্রেটারি মঈন

ময়মনসিংহ, ০৮ জুলাই (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) – বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে আবু নাছির ত্বোহা ও আব্দুল্লাহ আল মঈন। সোমবার ছাত্রশিবিরের বাকৃবি শাখার সদস্যদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ও কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির সভাপতি আবু নাছির ত্বোহা।
তিনি জানান, ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সর্বাধিক ভোটপ্রাপ্ত আবু নাছির ত্বোহার নাম নবনির্বাচিত সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে তাঁকে শপথবাক্য পাঠ করান।
পরবর্তীতে, বাকৃবি শাখা ছাত্রশিবিরের সদস্যদের পরামর্শের ভিত্তিতে আব্দুল্লাহ আল মঈনকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন শাখা সভাপতি।
জানা যায়, সভাপতি আবু নাছির ত্বোহা এর আগে বাকৃবি শাখা সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, অফিস সম্পাদক ও এইচআরডি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন এর আগে বাকৃবি শাখা অফিস সম্পাদক, বায়তুলমাল সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
What's Your Reaction?






