কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর, পবিপ্রবির আসন ৪৪৮টি

Oct 22, 2024 - 04:19
 0  14
কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর, পবিপ্রবির আসন ৪৪৮টি
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

প্রতিবারের ন্যায় এবারও কৃষি গুচ্ছভুক্ত দেশের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

শুক্রবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের একাধিক ভেন্যুতে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পবিপ্রবির ৮টি অনুষদের মধ্যে ৩টি অনুষদ কৃষি গুচ্ছভুক্ত। অনুষদগুলো হলো কৃষি, মাৎস্যবিজ্ঞান ও এ্যানিমেল সায়েন্স এন্ড

ভেটেরিনারি অনুষদ। অনুষদ তিনটিতে সর্বমোট  ৪৪৮টি আসন রয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কেন্দ্রে ৪ হাজার শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহন করবে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সার্বিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, এলাকাবাসী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online