ভারতে অবৈধভাবে প্রবেশের সময় নিখোঁজ বাংলাদেশি যুবক

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জোহরপুর সীমান্ত দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশকালে বিএসএফের চ্যালেঞ্জে পড়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি।
রবিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জোহরপুর বিওপি সীমান্তের ১৬/৫ নম্বর পিলার এলাকা দিয়ে ৪/৫ জন চোরাকারবারী গরু আনতে ভারতে প্রবেশ করে বলে বিজিবি জানায়।
এসময় বিএসএফ তাদের চ্যালেঞ্জ করলে চারজন বাংলাদেশে ফিরে আসলেও লালচান (২৩) নামের একজন আর ফিরতে পারেননি।
নিখোঁজ লালচানের পিতার নাম মোঃ শাহজাহান। তিনি শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের সাত-রশিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে ।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, প্রতিপক্ষ ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নুরপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এখন পর্যন্ত লালচানের পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দাখিল করা হয়নি।
বিজিবি আরও জানায়, সীমান্তের যে অংশ দিয়ে চোরাকারবারীরা ভারতে প্রবেশ করে, ওই এলাকায় কোন কাঁটাতারের বেড়া নেই। গতকাল সেখানে প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছিল, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে।
What's Your Reaction?






