তরুণের মরদেহ উদ্ধার, রাতে নিখোঁজ, সকালে মিললো মরদেহ

নড়াইল, ০৯ মে (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকারের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সালমান শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতি করতেন বলে জানা গেছে। তার হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহৃ রয়েছে।
পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে সালমান ও তার বন্ধুরা রামকান্তপুর এলাকায় মধুমতি নদীর পাড়ে পিকনিক করেন। রাত ৯টার দিকে বাড়িতে এসে প্রায় দুই ঘণ্টা পর আবার বেবিয়ে যান সালমান। এরপর রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন সালমানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পান। শুক্রবার সকালে বিলের মধ্যে সালমানের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, সালমানের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
What's Your Reaction?






