গোমস্তাপুরে গভীর নলকূপ চালকদের মানববন্ধন

Nov 10, 2024 - 22:07
 0  56
গোমস্তাপুরে গভীর নলকূপ চালকদের মানববন্ধন
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
উপজেলা পরিষদ চত্বরে রবিবার গভীর নলকূপ চালকদের বাদ দেওয়ার প্রতিবাদে ও পূর্বের নীতিমালা বাস্তবায়নের দাবিতে বিএমডিএর গোমস্তাপুর জোনের গভীর নলকূপের অপারেটররা মানববন্ধন করেছেন।
মানববন্ধন বক্তব্য রাখেন গভীর নলকূপ অপারেটর সামিউল আলম বাবুল, জাকির খান, মোঃ সহিমুদ্দিন, মোসাদ্দেক হোসেন মিলন প্রমুখ। 
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বিএমডিএর পক্ষ থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে। যাতে অপারেটরদের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে। কিন্তু বিএমডিএর চেয়ারম্যান যখন এর আগে চেয়ারম্যান ছিলেন তখন তাঁর আমলেই বর্তমান কর্মরত অপারেটরগণ নিয়োগ পেয়েছিলেন। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলেন। সুতরাং তাদের বাদ না দিয়ে বহাল রাখার দাবী জানান তারা। বক্তারা বর্তমান পরিপত্র বাতিল ও পূর্বের নীতিমালা বাস্তবায়নের দাবী জানান। 
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্টদের স্মারকলিপি প্রদান করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online